কৃষ্ণনগরে ফর্াষ্ট ডায়োসিস সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১,২ ও ৩রা জুলাই ২০২২  নদীয়া জেলার কৃষ্ণনগর মোমিন পার্কস্থিত আনন্দমার্গ জাগৃতি ভবনে ১,২,৩ জুলাই ২০২২ কৃষ্ণনগর ডায়োসিস, ব্যারাকপুর ডায়োসিস, কলকাতা ডায়োসিস এর মোট পাঁচটি জেলা নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর চবিবশ পরগণা, দক্ষিণ চবিবশ ও কলকাতা জেলার ১৩০ জনেরও অধিক আনন্দমার্গী দাদাদিদি ও ভাইবোনের উপস্থিতিতে ফাষ্ট ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ ১লা জুলাই সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম্‌ অখণ্ড নাম সংকীর্ত্তনের মধুর ধবনির মধ্যে দিয়ে সেমিনারের শুভারম্ভ হয়৷ মিলিত সাধনা-গুরুপূজা, স্বাধ্যায়ের পরে একটি মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানে পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যদান করে উদ্দেশ্য কি? তার তাৎপর্য বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক আচার্য সুধাক্ষরানন্দ অবধূত৷ এছাড়া মূল্যবান বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দরসপ্রজ্ঞা আচার্যা, নদীয়া ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, দক্ষিন চবিবশ পরগণা জেলার ভুক্তিপ্রধান সারস্বত মণ্ডল আর আচার্য কৃষ্ণপ্রসন্নানন্দ অবধূত (আর.এস.কলকাতা) সহ আরও অনেকে৷

এইদিন সেমিনারের দ্বিতীয়ার্ধে ‘মানব সমাজ এক ও অবিভাজ্য’ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন’ ---অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷

দ্বিতীয় দিন প্রথমার্ধে ‘জীবন, মৃত্যু, ও সংস্কার’ বিষয়টি নিয়ে মনোজ্ঞ আলোচনায় অংশ গ্রহণ করেন প্রধান প্রশিক্ষক আচার্য সুধাক্ষরানন্দ অবধূত৷ দ্বিতীয়ার্ধে ক্লাসে আলোচনায় অংশগ্রহণ করেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷

দ্বিতীয়ার্ধে সাংঘটনিক আলোচনা-বিভিন্ন বিভাগের কাজের দায়িত্ব বন্টনের কাজ ইত্যাদি নিয়ে আলোচনা হয়৷

প্রতিদিন দুবেলা প্রভাতসঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা গুরুপূজা ও স্বাধ্যায় হয়, এছাড়া দ্বিতীয় দিনে শহর জুড়ে মানব মুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ ‘কীর্ত্তন পরিক্রমা অনুষ্ঠিত হয়৷ সর্বপরি সেমিনারে আয়োজিত একটি আয়ুর্বেদিক চিকিৎসা শিবির স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল৷ ৩/৭/২২ বেলা ২টা ৩০ মিঃ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনদিনের সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন সেমিনারের প্রধান প্রশিক্ষক আচার্য সুধাক্ষরানন্দ অবধূত৷