সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কৃষ্ণনগরের সন্নিকটে স্বরূপগঞ্জের ফকিরতলায় মার্গী বোন শুক্লা বিশ্বাসের পিতা ধীরেন্দ্রনাথ বিশ্বাস গত ১৭ই ডিসেম্বর কৃষ্ণনগরের সন্নিকটে শ্যামপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে পরলোক গমন করেন৷ গত ২৫শে ডিসেম্বর বেলা ১১টায় নদীয়া জেলার আনন্দমার্গী,আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধবের উপস্থিতিতে আনন্দমার্গের সমাজশাস্ত্রানুসারে স্বরূপগঞ্জে ফকিরতলায় তথাগত বিশ্বাস ও শুক্লা বিশ্বাসের বাড়ীতে দিজেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম্’’ কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায়ের পর বরনবেড়িয়া মাস্টার ইউনিটের রেক্টার আচার্য অনুপমানন্দ অবধূতজীর পৌরহিত্যে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ স্মৃতিচারণ করেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সনৎ মৃধা ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷