কৃষ্ণনগরের স্বরূপগঞ্জে আনন্দমার্গীয় প্রথায় শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগরের সন্নিকটে  স্বরূপগঞ্জের ফকিরতলায় মার্গী বোন শুক্লা বিশ্বাসের  পিতা ধীরেন্দ্রনাথ  বিশ্বাস  গত  ১৭ই ডিসেম্বর  কৃষ্ণনগরের  সন্নিকটে শ্যামপুর গ্রামে  তাঁর নিজ বাড়িতে  পরলোক গমন করেন৷  গত ২৫শে ডিসেম্বর বেলা ১১টায় নদীয়া জেলার আনন্দমার্গী,আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধবের  উপস্থিতিতে আনন্দমার্গের সমাজশাস্ত্রানুসারে স্বরূপগঞ্জে ফকিরতলায় তথাগত বিশ্বাস ও শুক্লা বিশ্বাসের বাড়ীতে দিজেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম্’’ কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায়ের পর বরনবেড়িয়া মাস্টার ইউনিটের রেক্টার আচার্য অনুপমানন্দ অবধূতজীর পৌরহিত্যে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ স্মৃতিচারণ করেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সনৎ মৃধা ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷