কৃতী সংবর্ধনা

সংবাদদাতা
পত্রিকা প্রতিনিধি
সময়

গ্রাম ত্রিপুরার মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রাদের কাছে এক উজ্বল দৃষ্টান্ত তৈরী করল জয়তী দেবনাথ৷ রাজধানী শহর আগরতলা থেকে বহু দূরে সাব্রুমের এক গ্রামের সাধারণ স্কুল হরিনা উচ্চ বালিকা বিদ্যালয়৷ সেই স্কুলের ছাত্রী জয়তী দেবনাথ  এবার মাধ্যমিক পরীক্ষায় ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে প্রথম স্থানাধিকারীর থেকে মাত্র এক নম্বর কম পেয়ে৷ সাধারণের ধারণা থাকে পরীক্ষা ভাল ফল করতে হলে শহরের নামী দামী স্কুলে পড়তে হবে৷ জয়তী সেই ধারণাকে নস্যাৎ করে নানা প্রতিকূলতার মধ্যে থেকেও দেখালো ঐকান্তিক ইচ্ছা ও অধ্যাবসায় থাকলে গ্রামের সাধারণ স্কুল থেকেও ভাল ফল করা যায়৷

গত ১৭ই জুলাই জয়তীর স্কুলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রারা এক সম্বর্ধনা সভার জয়তীকে নানা উপহারে ভরিয়ে দেয় ও আরও এগিয়ে যাওয়ার উৎসাহ যোগায়৷