ক্যানসার রোগীকে উপহার হিসাবে চুল দান করল এক ৫ বছরের ছাত্রী অনূশুয়া ঘোষ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মারণ রোগে আক্রান্ত ৫০ বছরের এক বৃদ্ধার জন্য চুল কেটে দান করল আগরতলার শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেজি-২ এর মাত্র ৫ বছর বয়সী ছাত্রী অনুশুয়া ঘোষ৷ ক্যান্সার রোগীদের পাশে থাকার বার্তা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে অনুশুয়া৷

অনুশুয়ার মা পেশায় স্কুল শিক্ষিকা ও বাবা ন্যাশনাল সার্ভিস স্কিম প্রোগ্রামের এক জন অফিসার৷ তিনি জানান---‘‘আমার মেয়ের এই কাজে মাত্র একজন ক্যান্সার রোগীর উপকার হবে৷ ক্যান্সার আক্রান্ত রোগীদের চুল দানে সকলকে সচেতন করার জন্যই এমন কাজ সকলেরই করা উচিত৷ কয়েকদিন আগেই আমরা ৫০ বছর বয়সি ক্যান্সার আক্রন্ত এক মহিলার কথা জানতে পারি৷ নাগপুরের ক্যান্সার ইনস্টিটিউটে তাঁর চিকিৎসা চলছিল৷ আমরা ঠিক করি আমাদের মেয়ের চুল সেই মহিলার চুল প্রতিস্থাপনের জন্য দান করব৷ এই কাজ করতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি৷’’

অনুশুয়া মা বলেছেন---ক্যান্সার রোগীর মুখে একটু সামান্য হাসি ফোটাতে পেরে অনুশুয়াও খুব খুশি৷ অনুশুয়ার মতে, কদিন পরেই তো মাথায় আবার নতুন চুল গজাবে, তার এই উদ্যোগে কারও যদি ভাল হয় তবে মন খারাপ করার তো কোন কারণ নেই৷ অনুশুয়ার বাবাও সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন৷ বাবা -মায়ের অনুপ্রেরণাতেই অনুশুয়া এই কাজে এত উদ্যোগী হয়েছে৷