খাদ্যপণ্যের মূল্য হ্রাসের গ্যারান্টি নেই

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নির্বাচনের প্রচারে যতই মোদির গ্যারান্টি বিজেপি কর্মীরা চড়া গলায় প্রচার করুক কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের প্রকাশিত প্রতিবেদনে খাদ্যপণ্যের মূল্য হ্রাসের কোন গ্যারান্টি নেই৷ প্রতিবেদনটি তৈরী করেন আর বি আই-এর আধিকারিকদের একটি কমিটি৷ এই কমিটির মাথায় রয়েছেন আর বি আই-এর ডেপুটি গভর্নর৷

রিজার্ভ ব্যাঙ্ক আশা করেছিল মূল্যবৃদ্ধি ৪ শতাংশের নীচে নামবে৷ কিন্তু খাদ্যদ্রব্য ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমছে না৷ প্রচণ্ড তাপ প্রবাহ, খরা পরিস্থিতি, বহু জেলায় পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব মূল্যবৃদ্ধির কারণ বলে আর বি আই মনে করে৷ আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ওঠানামাও অন্যতম কারণ৷

নির্বাচনের সবে প্রথম দফা শুরু হয়েছে৷ এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের এই প্রতিবেদন গরিব ও মধ্য বিত্ত মানুষের যেমন দুশ্চিন্তা বাড়িয়েছে তেমনি সরকারকে বিড়াম্বনায় ফেলেছে৷ এদিকে মূল্যবৃদ্ধির হার না কমার কারণে রিজার্ভ ব্যাঙ্কও রেপোরেট কমাচ্ছে না৷ ২০২২ সাল থেকেই রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট সাড়ে ছয় শতাংশ আছে৷ ফলে মধ্যবিত্তকে ঋণের ই.এম.আই দিতে জেরবার হতে হচ্ছে৷