খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁসেলে হাহাকার কর্র্পেরেট অর্থনীতির পৃষ্ঠপোষক দেশের সরকার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রিজার্ভ ব্যাঙ্ক কিছুদিন আগেই ঘোষনা করেছিল খাদ্যপণ্যের খুচরো দাম কমার আশা নেই৷ তবে বিশেষজ্ঞদের অনুমান ছিল খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ৬ শতাংশের নীচে থাকবে৷ কিন্তু বিশেষজ্ঞদের অনুমান ভুল প্রমাণ করে গত ১৩ই নভেম্ভর প্রকাশিত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অক্টোবর মাসে ৬ শতাংশ পার করে দিয়েছে৷ অক্টোবর মাসে দেশে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.২১ শতাংশ যা গত ১৪ মাসে সর্বোচ্চ৷ এই পরিসংখ্যান বলে দেয়, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কমাতে সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের কোন ব্যবস্থাই কার্যকর হয়নি৷ কাঁচা সবজি থেকে ভোজ্যতেল মধ্যবিত্তের ব্যবহার্য খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কমার কোন আশা আপতত নেই৷

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ বলেন---১৯৪৭ সালের ১৫ই আগষ্ট রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার পর থেকেই দেশের নেতারা ভুল নৌকার সওয়ারি হয়েছেন ও দেশকেও ভুল পথে নিয়ে চলেছেন৷ এক্ষেত্রে নেহেরু থেকে নরেন মোদি প্রতিটি শাসকই একই পথের পথিক৷ তাই শুধু আর্থিক দুরাবস্থাই নয়, বৈচিত্রময় ভারতীয় জীবনধারা, ভাষা কৃষ্টি, সংস্কৃতি দেশের প্রাণধর্ম বিপন্ন হয়েছে৷ পাশাপাশি পাশ্চাত্ত্যের ভাবধারার অন্ধ অনুকরণ করতে গিয়ে সামাজিক অবক্ষয়, নৈতিক অধঃপতন জীবনযাত্রার মানকে দিন দিন নিম্নমুখী করছে৷

এই অবস্থায় দেশ আজ চরম বিপর্যয়ের সম্মুখীন৷ বর্তমান সরকারের ঘাড়ে আবার একের ভুত চেপেছে৷ একের বকলাম দেশে হিন্দুত্বের শাসন কায়েম করতে চায়৷ যা বহু ভাষাভাষীর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কাছে এক অশনী সংকেত৷ শ্রী খাঁ আরও বলেন রাজনৈতিক স্বাধীনতা নয়, দেশবাসীর চাই অর্থনৈতিক স্বাধীনতা৷ কিন্তু  কর্র্পেরেট অর্থনীতির পৃষ্ঠপোষক দেশের সরকার, সাধারণ মানুষের স্বার্থ দেখে না৷ রাজনৈতিক ক্ষমতা দখলে রাখতে পারলেই তারা খুশি৷ ধনীদের মুনাফা লোটার ব্যবস্থা করতেই ব্যস্ত থাকে অর্থের বিনিময়ে৷

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি রোখা সম্ভব নয় বলে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষনা মুনাফা খোরদেরই সুবিধা করে দিয়েছে৷ শ্রীখাঁ বলেন দেশকে এই বিপর্যয়ের  হাত থেকে রক্ষা করতে হলে প্রাউটিষ্টদের প্রথমে মানুষের মধ্যে ব্যাপক সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক চেতনা জাগাতে হবে৷ তবেই সম্ভব হবে বর্তমান অর্থনীতির খোল-নলচে পাল্টে বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণের হাতে অর্থনৈতিক ক্ষমতা তুলে দেওয়া৷

তিনি প্রাউটিষ্টদের উদ্দেশ্যে বলেন---রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হলে ব্যাপক সমাজ আন্দোলন গড়ে তুলতে হবে কিন্তু প্রাউটিষ্টদের সতর্ক থাকতে হবে মানুষে চেতনা না জাগলে প্রাউটের সমাজ আন্দোলনও সফল হবে না৷