খাঁচার পাখি

সংবাদদাতা
ভবেশ কুমার বসাক
সময়

খাঁচার পাখি খাঁচার পাখি

কেন খাঁচায় থাকো?

ছটফটিয়ে মাঝে মাঝেই

কাদের তুমি ডাকো?

বন্ধু তুমি, তাইতো তোমায়

দারুণ ভালো লাগে,

সুযোগ পেলেই উড়িয়ে দেবো

মুক্ত হয়ে যাবে৷