খড়গপুর আই.আই.টির সতর্কবার্তা এই শতকেই তাপক্লিষ্ট হবে ভারত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আগামী ৭০ বছরের মধ্যেই তাপপ্রবাহে ক্লিষ্ট হবে ভারতের বিস্তীর্ণ অঞ্চল৷ এমনই সতর্কবার্তা খড়গপুর আই.আই.টির গবেষকদের৷ সম্প্রতি ইংল্যাণ্ড থেকে প্রকাশিত নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে খড়গপুর আইআইটির গবেষকদের একটি গবেষণাপত্র৷ ওই গবেষণাপত্রে খড়গপুর আই.আই.টির পাঁচ গবেষক জানিয়েছেন---এই শতাব্দী শেষ হওয়ার আগেই জনশূন্য হয়ে যেতে পারে ভারতের অনেক জনপদ৷খড়গপুর আই.আই.টির সেন্টারফরওশান, রিভার, অ্যাটমোস্ফিয়ার অ্যাণ্ড ল্যাণ্ড সায়েন্সের গবেষকরা জানিয়েছেন --- ভারতের জন্যে দুঃসহ দিন ঘনিয়ে আসছে৷ দীর্ঘ প্রায় ৪০ বছর গবেষণা করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ওই গবেষকরা জেনেছেন, ভারতের আবহাওয়া যে দিকে মোড় নিচ্ছে তাতে আগামী ৭০ বছরের মধ্যে কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১.১ থেকে ৫.১ পর্যন্ত বেড়ে যেতে পারে৷ এবছরই দেশের বেশ কিছু অঞ্চলে দুমাসেরও বেশি সময় ধরে ৩৬ ডিগ্রীর অধিক তাপমাত্রা ছিল৷গত চার দশকে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রার পরিবর্তন কিভাবে ঘটেছে গবেষণার মূল বিষয় ছিল সেটাই৷ এই তাপপ্রবাহে দাক্ষিণাত্যের মালভূমি ও উপকূলবর্তী এলাকার ভূ-পৃষ্ট অত্যন্ত গরম হওয়ার প্রবণতা আগামী দিনে আরও বাড়বে৷ যার পরিণতিতে ওইসব অঞ্চলে তাপমাত্রা ১থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে৷ কোন অঞ্চলে তাপমাত্রা ৫ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি হলে সেই অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে যাবে৷ ফলে দেশের বেশ কিছু অঞ্চল জনশূন্য হয়ে যাবে৷ দেশের প্রায় ৩০কোটি মানুষ এই তাপপ্রবাহের শিকার হবে৷গবেষকদের মতে, অপরিকল্পিত অবৈজ্ঞানিক নগরায়ণ এই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে৷ গত চারদশকে দক্ষিণ ভারতে বহু ছোট শহর গ্রাম অঞ্চলে হাইটেক সিটি, স্যাটেলাইট টাউন তৈরী হয়েছে৷ পরিণতিতে বহুজনপদে গাছকাটা পড়েছে৷ হিট আইল্যাণ্ডের সংখ্যা বেড়ে গেছে, ফলে তাপ বিকিরণে বাধা পাচ্ছে৷ এর পরিণতিতে আগামী দিনে ভয়াবহ তাপপ্রবাহ গ্রাস করবে ভারতের বিশাল অঞ্চল৷