সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নভেম্বরের শেষ থেকেই পশ্চিমবাঙলায় রাজ্য সরকারের উদ্যোগে চালু বাঙলা ডেয়ারি৷ হাওড়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন---চলতি মাসের শেষ থেকেই বাঙলা ডেয়ারি পথ চলা শুরু করবে৷ বেসরকারী সংস্থা চাইলে বাঙলা ডেয়ারির সঙ্গে যুক্ত হতে পারবে৷ আপাতত বাঙলা ডেয়ারি প্যাকেটজাত ঘি, পনির, লস্যি ইত্যাদি বিক্রি করবে৷ প্রশাসনিক কর্র্তরা জানান এখুনি রাজ্যে ৫১২ টি বিপণন কেন্দ্র খোলা হচ্ছে৷ এখান থেকেই ওই সব দুগ্দজাত দ্রব্য বিক্রয় করা হবে৷ তবে প্রশাসনের লক্ষ্য আছে ৬০০-এর বেশি বিপণন কেন্দ্র খোলার৷ এইসব কেন্দ্র থেকে রাজ্যের মানুষ সহজে ও সস্তায় দুগ্দজাত উৎপন্ন দ্রব্য সংগ্রহ করতে পারবে৷