সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত ৩রা ফেব্রুয়ারী থেকে খুলে গেল স্কুলের দরজা৷ তবে স্কুলে আসবে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রারা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায় জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে সব শ্রেণীর স্কুলে আসা শুরু হবে৷
স্বাস্থ্যদপ্তরের হিসেব টীকাপ্রাপ্ত ছাত্র-ছাত্রার সংখ্যা চল্লিশ লক্ষের কাছাকাছি৷ তবে অনেকেরই বয়স ১৮ বছরের বেশী হওয়ায় স্বাস্থ্যদপ্তরের রেকর্ডে তাদের ছাত্র হিসেবে ধরা হচ্ছে না৷ সেই হিসেবে টীকাপ্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩০ লক্ষ ৫০ হাজারের কাছাকাছি৷ তবে স্কুল খোলায় ছাত্র ছাত্রাদের মুখে হাসি ফুটেছে৷