লোকসভা বোটে উত্তরবঙ্গে আমরা বাঙালীর চার প্রার্থী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাঙালীর মাতৃভাষা বাংলা ভাষাকে সরকারী-বেসরকারী সর্বস্তরে চালু, ব্লক ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ১০০ভাগ বাঙালীর কর্মসংস্থানের নিশ্চিততা,ভারতীয় সেনাবাহিনীতে বাঙালী রেজিমেন্ট পুনর্গঠন সহ বাঙালীর অধিকার আদায়ের দাবীতে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ,ত্রিপুরা,ঝাড়খন্ডের মতন বাঙালী অধ্যুষিত অঞ্চলে ১৫ টির বেশি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘আমরা বাঙালী’ সংগঠন৷  এবছর রাজ্যে ৮ দফায় নির্বাচন হতে চলেছে৷  ইতিমধ্যে ১৯এপ্রিল ও ২৬শে এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে ‘আমরা বাঙালী’ প্রার্থীদের সমর্থনে ব্যাপকভাবে প্রচার অভিযান চালাচ্ছে সংগঠন৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের  ‘আমরা বাঙালী’র মনোনীত প্রার্থী নীরোদ চন্দ্র অধিকারীর সমর্থনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাজগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গাজলডোবা, বেলাকোবা,আমবাড়ী, ধূপগুড়ি, ময়নাগুড়ির মতন অঞ্চলে প্রচার অভিযান চালানো হচ্ছে৷ কোচবিহার লোকসভা কেন্দ্রে ‘আমরা বাঙালী’ মনোনীত প্রার্থী সুবোধ বর্মনের সমর্থনে কোচবিহারের মাথাভাঙ্গা,ঘুঘুমারি, দিনহাটার মতন অঞ্চলে প্রচার অভিযান চলছে৷ দার্জিলিং লোকসভা কেন্দ্রে ‘আমরা বাঙালী’ র পক্ষ থেকে  প্রতিদ্বন্দ্বিতা করছেন খুশীরঞ্জন মণ্ডল, বালুরঘাট লোকসভা কেন্দ্রে ‘আমরা বাঙালী’ র পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরোত্তম সাহা৷ কলকাতা থেকে আগত ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির পক্ষে  তপোময় বিশ্বাস, অরুপ মজুমদার,নিতাই মণ্ডল প্রচারের দায়িত্বে আছেন৷এছাড়াও স্থানীয়ভাবে জলপাইগুড়িতে হরেন্দ্রনাথ রায়, মুক্তালাল রায়, গৌতম রায়, বাবলু সরকার কোচবিহারে হরিদাস মোদক, গজেন্দ্রনাথ বর্মন, সুনীল প্রামানিক দার্জিলিং তথা শিলিগুড়িতে অভিজিৎ দাশ, হারাধন ভৌমিকবালুরঘাটে অনাথ বর্মন, রজনী রায় সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রচারের দায়িত্বে রয়েছেন৷