গত ৯ই এপ্রিল বনগাঁর নিকটে লতিডাঙ্গায় শ্রী অমল মণ্ডলের বাসভবনে ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বনগাঁ, বারাসত, ঝাউডাঙ্গা কৃষ্ণনগর প্রভৃতি এলাকার আনন্দমার্গীরা এই কীর্ত্তনে যোগদান করেন৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা হয়৷ এরপর স্বাধ্যায়ে আচার্য বোধিসত্তানন্দ অবধূত মার্গগুরুদেবের প্রবচন পাঠ করে শোণান৷ অতঃপর ‘কীর্ত্তনের গুরুত্ব ও মাহাত্ম্য’ সম্পর্কে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা৷ তিনি বলেন, কীর্ত্তন মানুষের শরীর ও মনকে পবিত্র করে ও স্বাভাবিকভাবে তা সাধনার সহায়ক ৷ আচার্য প্রমথেশানন্দ অবধূত ‘কীর্ত্তন কেন’---এই বিষয়ে বক্তব্য রাখেন৷ ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস আনন্দমার্গ যে বিশ্ব সংঘটন সে সম্পর্কে সকলকে অবহিত করেন৷ শ্রী তারাপদ বিশ্বাস বলেন, আনন্দমার্গে যেমন মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্যে অষ্টাঙ্গিক যোগসাধনা রয়েছে, বহুমুখী সমাজসেবার কর্মসূচী রয়েছে তেমনি আজকের সমাজের সামাজিক- অর্থনৈতিক সমস্যার সমাধানের পথও রয়েছে, যাকে সংক্ষেপে বলা হয় ‘প্রাউট’৷ সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়