মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রাদের সংবর্ধনা অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া: গত ৫ই জুলাই পুরুলিয়া জেলার আড়শা ব্লকের অন্তর্গত চিতিডি গ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন চিতিডি গ্রামের এস.এস.এ.সি (স্পিরিচুয়ালিস্টস্ স্পোর্টস্ এ্যান্ড   এ্যাডভেঞ্চারস্ ক্লাব)-এর সদস্যবৃন্দ ৷

                সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন শ্রী মধুসূদন মাহাতো৷ বক্তব্য রাখেন সর্বশ্রী দুর্গেশ্বরানন্দ মাহাতো রামনাথ মাহাতো, মন্মথ মাহাতো, সীতারাম মাহাতো, নন্দদুলাল সাহা প্রমুখ৷ তাঁরা প্রত্যেকেই ছাত্র-ছাত্রাদের প্রকৃত শিক্ষার ব্যাপারে অনুপ্রাণিত করেন ও সমাজের বুকে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান রাখেন৷ ক্লাবের সেক্রেটারী শ্রী দুর্গেশ্বরানন্দ মাহাতো তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, পরমপুরুষ প্রত্যেক মানুষকে যে সুযোগ দেন তাঁর সদ্ব্যবহার করা উচিত৷

                সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে একটি সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ৷ উক্ত অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও তদবলম্বনে নৃত্য, পুরুলিয়ার সংসৃকতি করমগীত, ঝুমুর গীত, কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন পরীক্ষায় সফল  ছাত্র-ছাত্রাবৃন্দ৷ সবশেষে ক্লাবের পক্ষ থেকে মোট ৩৮ জন সফল ছাত্র-ছাত্রার মধ্যে পুরস্কার স্বরূপ বই,খাতা, কলম ফাইল প্রভৃতি বিতরণ করা হয়৷