মানবজীবনের চরম লক্ষ্য ব্রহ্মসম্প্রাপ্তি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে মার্চ উঃ২৪পরগণার খড়দহে বিশিষ্ট আনন্দমার্গী শ্রী উজ্জ্বল ঘোষের বাড়িতে তিনঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷  নটা থেকে শুরু হয় প্রভাত সঙ্গীত৷ সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অষ্টাক্ষর সিদ্ধ মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের সুমধুর সুর ও ছন্দে ভক্ত এলাকাবাসী বিমোহিত হন৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য চিরাগতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, মোহনলাল অধিকারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে সমবেত সাধনা, বর্ণাঘ্যদান  ও ধর্মশাস্ত্র পাঠ করা হয়৷ ধর্মশাস্ত্র পাঠ করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ এরপর ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জীবন ও বাণী নিয়ে  আলোচনা করেন  মার্গের প্রবীন সন্ন্যাসী আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত, উত্তর ২৪পরগণার জেলায় ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস প্রমুখ৷ আচার্য অভিব্রতানন্দ অবধূত বলেন---মানব জীবনের লক্ষ্য ব্রহ্মসম্প্রাপ্তি৷ আত্মানুশীলনের পথ তথা আনন্দমার্গ তন্ত্রযোগ সাধনার পথ ধরেই মানুষ নিজের জীবনকে পূর্ণত্বে প্রতিষ্ঠিত করতে পারে৷ আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন আনন্দমার্গের সর্বাত্মক জীবনাদর্শই পারে এক আদর্শ মানব সমাজ গড়তে ৷  সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷