মানুষ বসবাসের  উপযোগী গ্রহপুঞ্জ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মানুষের  বসবাসের  উপযোগী যে ৬০০০ কোটির বেশি পৃথিবী সদৃশ গ্রহ রয়েছে ছায়াপথে৷  অনুসন্ধান ভিত্তিক  গবেষণায় জানা গেছে  যে এসব গ্রহের কোথাও কোথাও প্রাণের  উদ্ভব সম্ভব৷

বাস্তবের সঙ্গে সংমিশ্রণ না থাকলেও কল্প লেখকরা তাদের কাল্পনিক  ভাষাতেই  তুলে  ধরেছেন  ভিনগ্রহের প্রাণীর কথা৷ চলেছে  নিরন্তর  গবেষণা৷ একদিন  হয়েতো  মহাজাগতিক বুদ্ধিমান  প্রাণীর  খোঁজও  মিলতেও পারে৷ মার্কিনযুক্তরাষ্ট্রের  নাসা থেকে উপরিউক্ত  প্রত্যাশার পালে হাওয়া জোগানোর মতো একটি  খবর শুণিয়েছেন৷ গবেষকরা  জানিয়েছেন, আমাদের  সৌরমন্ডল যে ছায়াপথে  অবস্থিত  সেই মিল্কিওয়ে ছায়াপথেই রয়েছে  ৬০ বিলিয়নের  বেশি  বসবাসযোগ্য গ্রহ৷

প্রাণের  অস্তিত্ব এসব  গ্রহের  কোথাও না কোথাও  থাকতে পারে৷ এক খবরে  বলা  হয়েছে  সম্প্রতি  শিকাগো ও নর্থ ওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হিসাব  করে দেখছেন  অসংখ্য বাসযোগ্য  গ্রহ রয়েছে আমাদের  ছায়াপথে৷ প্রসঙ্গক্রমে  উল্লেখ, এর আগে  গবেষকরা সব গ্রহে প্রানের  উদ্ভব  সম্ভব বলে মনে করতেন বর্তমান  গবেষণায় তার চেয়েও বেশি  গ্রহের  সন্ধান  পেয়েছেন গবেষকরা৷

গবেষকরা মহাজাগতিক  ছায়াপথের  মেষের আচরণ বিশ্লেষণ করে দেখেছেন সৌরজগতের  প্রাণকেন্দ্র সূর্য্যের মতো  মিল্কিওয়ে ছায়াপথে  অসংখ্য লাল বামন  নক্ষত্র  রয়েছে৷ আর এ নক্ষত্রকে কেন্দ্র করে  অসংখ্য প্রাণ ধারণে  উপযোগী পরিবেশযুক্ত  গ্রহ রয়েছে৷ তাঁদের  ধারণা এসব গ্রহের পৃষ্ঠে  জল বা তরলের উপস্থিতি থাকতে পারে৷ গবেষকরা  আরও  জানিয়েছেন  মিল্কিওয়ে  ছায়াপথের  প্রতিটি লাল বামন  নক্ষত্রকে ঘূর্র্ণয়মান  গ্রহগুলোর  মধ্যে অন্ততঃ একটি  করে  পৃথিবীর  মতো গ্রহ থাকতে পারে৷

গবেষকরা  জানান, আমাদের  ছায়াপথে  সূর্যের মতো কম শক্তির  ও ক্ষুদ্রাকার নক্ষত্রকে  কেন্দ্র করে অধিকাংশ গ্রহগুলো আবর্তিত হচ্ছে৷