মাওবাদী হামলায় ২৫ জন জওয়ান নিহত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৪শে এপ্রিল মাওবাদী হামলায় ছত্তিশগড়ের সুকমা এলাকায় সি আর পি এফ-এর এক রোড ওপেনিং পার্টিতে মাওবাদী হামলায় অন্ততঃ ২৫ জন জওয়ান নিহত হয়েছেন৷ আক্রমণের কাছে জঙ্গলে প্রায় ৩০০ জন জঙ্গী লুকিয়ে ছিল বলে জানা যায়৷ সেনাবাহিনীর গুলিতেও কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়েছে৷

স্মরণীয়, এর আগে ২০১০ সালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদী হামলায় ৭৫ জন জওয়ানের মৃত্যু হয়েছিল৷ ২০১৩ সালের ২৫শে মে ছত্তিশগড়ের দরভা গ্রামে মাওবাদী হামলায় ২৫ জন কংগ্রেস নেতার মৃত্যু হয়েছিল৷ ২০১০-র ২৯শে জুন ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীর আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ২৯ জন সিআরপিএফ জওয়ান৷