মার্গ বিধিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১লা মার্চ’’২৫ চিৎমু নিবাসী শ্রীমতী মালতি গরাঞ আমাদের ত্যাগ করে অজানার দেশে পাড়ি দিয়েছেন৷ ১০ই মার্চ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আনন্দমার্গে চর‌্যাচর‌্য বিধানুযায়ী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে তিন ঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান,স্বাধ্যায় শেষে আনন্দমার্গ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করা হয়৷