সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৪ শে আগষ্ট ২০১৭ বৃহস্পতিবার বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের ডামরা গ্রামের সুবীর মন্ডলের পুত্রের শুভ অন্নপ্রাশন উপলক্ষ্যে তিন ঘন্টার অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ সকাল ৯ টা হইতে দুপুর-১২টা পর্যন্ত অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের শেষে সিউড়ির ডিট সেক্রেটারী আচার্য সৌম্যশুভানন্দ অবধূত কীর্ত্তনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন৷ অন্নপ্রাশন অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত৷ কীর্ত্তন পরিচালনা করেন ইন্দাস ইউনিটের মার্গীভাই মানবেন্দ্র ঘোষাল ও তবলায় সহযোগিতা করেন খেঁড়ুয়া গ্রামের রবি গড়াই৷ অনুষ্ঠানে প্রায় শতাধিক মার্গীভাই ও বোন উপস্থিত ছিলেন৷ সর্বশেষে সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷