সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৫ই সেপ্ঢেম্বর পুরুলিয়া বিশিষ্ট আনন্দমার্গী শ্রী প্রফুল্ল কুমার মাহাতর- (ভুক্তিপ্রধান) পোত্রী তথা প্রত্যুষ মাহাত ও মৌসুমী মাহাত শিশুকন্যার আনন্দমার্গীয় বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান হয়৷
এই উপলক্ষ্যে প্রথমে ৩ ঘন্টা ব্যাপী অখন্ডকীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ কীর্ত্তনের পর সাধনা ও কীর্ত্তনের মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত ও মুক্তানন্দ অবধূত ৷ এরপর অনুষ্ঠিত অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ব্রহ্মচারিণী বাণী আচার্যা৷ এই অনুষ্ঠানে পুরুলিয়া, চাকদা, রামনগর প্রভৃতি এলাকার আনন্দমার্গীরা উপস্থিত ছিলেন৷ এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত৷ আচার্য নিত্যধ্যানানন্দ অবধূত৷ ধনঞ্জয় মাহাত ৷ কালিন্দি মাহাত প্রমুখ৷