মার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা ঃ গত ১লা ডিসেম্বর দত্তপুকুর, বারাসতের বিশিষ্ট আনন্দমার্গী তাপস কুমার পাল ও স্বর্গীয় সিক্তা পালের পুত্র অংশুমানের সহিত ক্ষয়েরপুর আগরতলা নিবাসী প্রদীপ দেবনাথ ও মিঠু দেবনাথের কন্যা সুপর্ণার বিবাহ অনুষ্ঠিত হয় আনন্দমার্গে চর্যাচর্য বিধি মতে৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনার মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করা হয়৷ এরপর বিবাহ অনুষ্ঠান শুরু হয়৷ পাত্রপক্ষে পৌরহিত্য করেন আগরতলা ডায়োসিসের ডি.এস. দাদা আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও পাত্রী পক্ষে পৌরহিত্য করেন আগরতলার ডি.এস.এল দিদি অবধূতিকা আনন্দকৃষ্ণধ্যানা আচার্যা৷ অনুষ্ঠানের পূর্বে আনন্দমার্গ দর্শন ও সমাজশাস্ত্রের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত৷

কল্যাণপুর ঃ গত ১লা ডিসেম্বর কল্যাণপুর নিবাসী চন্দন দাস ও অঞ্জলি দাসের পুত্র চিত্তরঞ্জনের সহিত কল্যাণপুর বিশিষ্ট আনন্দমার্গী নারায়ণ মজুমদার ও উজ্জ্বলা মজুমদারের কন্যা সুজাতা মজুমদারের শুভ বিবাহ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনার মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করা হয়৷ এরপর বিবাহ অনুষ্ঠান শুরু হয়৷ পাত্রপক্ষে পৌরহিত্য করেন  আচার্য বিশ্বগানন্দ অবধূত ও পাত্রী পক্ষে পৌরহিত্য করেন  অবধূতিকা আনন্দসুচরিতা আচার্যা৷ অভিনব বিবাহ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য অমৃতবোধানন্দ অবধূত৷

অসম, নগাঁও ঃ গত ২৪শে নভেম্বর হাতিবাঁধা নগাঁও অসমের অরুণ বিশ্বাস ও দীপালী বিশ্বাসের পুত্র বাপী বিশ্বাসের সহিত তমুরপুর রঙ্গিয়ার সুরঞ্জন দাস ও ছন্দা দাসের কন্যা শ্রাবণী দাসের শুভপরিণয় হয়৷ পাত্রপক্ষে পৌরহিত্য করেন আচার্য অংশুমান ব্রহ্মচারী ও পাত্রীপক্ষে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দউদিতা আচার্যা৷ আনন্দমার্গ দর্শন ও সমাজশাস্ত্রের ওপর আলোকপাত করেন কৃষ্ণ দাস (বি.পি. জেনারেল, নগাঁও)৷