মার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা ডিসেম্বর বাঁকুড়া জেলার দুর্লভপুর আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের সমাজশাস্ত্র ‘আনন্দমার্গে চর্যাচর্য’ বিধিমতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্র ছিলেন দুর্গাপুর বিধাননগর শ্রী হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা শ্যামসুন্দর কুণ্ডু, ও শ্রীমতী বন্দনা কুণ্ডুর পুত্র, ত্রিপুরারী কুণ্ডু ও পাত্রী ছিলেন দুর্গাপুর ‘এ’জোন, রাণা প্রতাপ রোডের বাসিন্দা সমর কুমার ধীবর ও শ্রীমতি পুরবী ধীবরের কন্যা সুরভি ধীবর৷

এই বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয় মার্গীভাইবোন ও পাত্র-পাত্রীপক্ষের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন৷ প্রভাত সঙ্গীত, বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন পরিবেশনের মাধ্যমে এক স্বর্গীয় আধ্যাত্মিক পরিবেশে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়৷ এই বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য চিরাগতানন্দ অবধূত ও আচার্য ধ্যানসিদ্ধানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন, আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত ও আশ্রমবাসী৷