মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে জানুয়ারী কৃষ্ণনগর সন্নিহিত ঝাউতলা গ্রামের বিশিষ্ঠ মার্গী শ্রীকৃষ্ণ মজুমদারের ছোট ভাই বাপীলাল মজুমদার দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর৷

গত ৩রা ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় আত্মীয় স্বজন , পাড়া-প্রতিবেশী ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উপস্থিতিতে  মার্গীয় বিধিতে বাপীলাল মজুমদারের

শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

শ্রাদ্ধানুষ্ঠানে প্রভাত সঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘‘ৰাৰা  নাম কেবলম্‌’’ পরিবেশন করেন কৃষ্ণনগর ডিট.এস (এল) ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার পর স্বাধ্যায় পাঠ করেন বিশিষ্ঠ শিক্ষাব্রতী রতন বিশ্বাস৷ মূলপর্ব শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন কৃষ্ণনগর ডি.এস আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য কি ও কেন, এর ওপর মূল্যবান আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাব্রতী শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷