মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার শ্যাওড়াকুড়ির বিশিষ্ট আনন্দমার্গী ডঃ সুভাষ মুখার্জী  গত ১১ই অক্টোবর, বুধবার রাত ১১টার সময় নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর৷ তাঁর একপুত্র ও এক কন্যা বর্তমান৷ তিনি ১৯৭০ সালে আনন্দমার্গের আদর্শে দীক্ষা নেন৷

গত ১৫ই অক্টোবর,২৩ সকাল ১১টায় তাঁর বাসভবনে মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত৷ সিউড়ি ডিট.এস আচার্য বিজয়েশানন্দ অবধূত  স্থানীয় মার্গী ভাইবোনেরা ও সুভাষ মুখার্জীর আত্মীয় স্বজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷