মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া, কৃষ্ণনগরের পালপাড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রীপ্রশান্ত দত্তের মাতৃদেবী গত ৩০শে অক্টোবর সজ্ঞানে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ১০৪ বৎসর৷ গত ৮ই নভেম্বর আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয় কৃষ্ণনগর পালপাড়া বাসভবনে৷ এই উপলক্ষ্যে শোকার্ত আত্মীয়-স্বজন ও মার্গী ভাইবোনেরা তাঁর বাসভবনে সমবেত হন৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা, এরপর মিলিত সাধনা ও গুরপূজার পর স্বাধ্যায় করেন আচার্য দেবাত্মানন্দ অবধূত৷ আনন্দমার্গের সমাজ শাস্ত্র ও শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ এরপর শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা৷ অনুষ্ঠান শেষে শতাধিক মহিলার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়৷