মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা ডিসেম্বর, পাঁশকুড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অসিত পণ্ডিতের জ্যাঠাইমা শ্রীমতি অনিলা পণ্ডিত পরলোক গমন করেন৷ গত১১ই ডিসেম্বর তাঁর শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয় অসিত পণ্ডিতের বাড়িতে৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবোধানন্দ অবধূত৷