গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের অতি প্রিয় ও শ্রদ্ধেয় বনগাঁ কলেজ-পাড়া নিবাসী শ্রী গৌরীশঙ্কর বিশ্বাস মহাশয় ইংরেজী ক্যালেণ্ডার অনুযায়ী গত ৮ই এপ্রিল ভোর রাত ২-৪৫ ঘটিকায় পরলোক গমন করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ (ছিয়াশী) বৎসর৷ তিনি আনন্দমার্গের একনিষ্ঠ সাধক ছিলেন৷ তিনি ১৯৬৮-৬৯ সাল নাগাদ সাধনা শেখেন৷ তিনি ২০১৭ সালে বাবার জীবনীমূলক গ্রন্থ ‘তারকব্রহ্ম শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ও বিশ্বায়ন’ শিরোনামে রচনা করেছেন৷ পুস্তকখানি কবিতায় লেখা ও এখানে বাবার জীবনী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে৷ তাঁর নশ্বর দেহ মার্গীয় বিধিতে সৎকার করা হয়েছে বনগাঁ মহাশ্মশানে৷ তাঁর অন্তেষ্টি অনুষ্ঠানে বনগাঁ ও পার্শবর্তী ইউনিটের বিশিষ্ট মার্গী দাদা-দিদি ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন৷ তাঁর আত্মার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি৷ তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে নিজস্ব বাস ভবনে (কলেজপাড়া) আগামী শনিবার (১৩/০৪/২০২৪) সকাল দশটায়৷ সকলের উপস্থিতি কাম্য৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়