মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া মৌড়ীগ্রাম নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীশ্যামাপদ মণ্ডলের মাতৃ দেবী শেফালিকা মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান গত ২৫শে ফেব্রুয়ারী,২৫ আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন ও মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷

স্বাধ্যায় করেন সুব্রত সাহা ও শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠান শেষে আনন্দমার্গ সমাজশাস্ত্র বিষয়ে ও শেফালিকা মণ্ডলের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন বকুলচন্দ্র রায় সুশান্ত শীল ও পুত্র শ্যামাপদ মণ্ডল৷ অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন বিজলী মণ্ডল৷