সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৫ই ডিসেম্বর, হাওড়ার গুটিনগরী গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী মানবেন্দ্র চাউলিয়া ও চন্দ্রা চাউলিয়ার প্রথম পুত্র সন্তানের অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান যথারীতি আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন শুক্লা চাউলিয়া, বৈশাখী চাউলিয়া, চৈতালী চাউলিয়া ও অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা প্রমুখ৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় করেন শ্রী বকুলচন্দ্র রায়৷ বৈদিক মন্ত্র পাঠের পর শিশুর নাম রাখা হয় ‘সমৃদ্ধ’৷ এরপর শিশুর মুখে প্রথম অন্ন তুলে দেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও অন্যান্য আত্মীয় পরিজন৷