মার্গীয়বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতার সোনারপুর  নিবাসী সন্দীপন রায় ও  অনন্যা সেনগুপ্ত রায়ের প্রথম পুত্রের শুভ অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান গত ১০ই ডিসেম্বর নরেন্দ্রপুর আনন্দমার্গ শিশুসদনে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত ও তিনঘন্টা অখণ্ড ‘াা নাম কেবলম্‌’ সিদ্ধমন্ত্র কীর্ত্তন পরিবেশিত হয়৷ এরপর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ বৈদিক মন্ত্রপাঠের পর নবজাত শিশুর মুখে পরমান্ন তুলে দেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, শিশুর মামা অগ্ণিবেশ সেনগুপ্ত ও উপস্থিত আত্মীয় পরিজনেরা৷ নবজাত শিশুর নাম রাখা হয় চিরায়ুষ্মান৷