সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১লা অক্টোবর আনন্দনগর সংলগ্ণ চিৎমু নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী রাজেশ গড়াঞ ও শ্রীমতী সুনিতা গড়াঞ-এর প্রথম কন্যা সন্তানের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় আনন্দমার্গে চর্যাচর্য বিধান অনুসারে ‘আনন্দনগরে বাবার স্মৃতিসৌধে৷’
অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন উপস্থিত মার্গী ভাইবোনেরা৷ এরপর মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় শেষে নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখা হয়৷ এরপর মূল অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ তপঃশীলা আচার্যা৷ সকলে মিলিতভাবে কন্যার নাম রাখেন জয়প্রিয়া৷