সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮ ই ফেব্রুয়ারী ’২৪ হাওড়ার সালকিয়ার বর্ষীয়ান মার্গী দাদা শৈলেন সরকারের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে ওনার বাসভবনে৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন তৃপ্তি মাইতি৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ স্মৃতিচারণ করেন যথাক্রমে সুব্রত সাহা, ওনার নিজের ভ্রাতা সুরিন্দ্রকুমার সরকার, ওনার বোন ঝুনু দে৷ উনি ওনার দাদাকে নিয়ে মনোমুগ্দকর স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান সঙ্গে একটি রবীন্দ্র সংগীত ও শুনিয়ে দাদাকে শ্রদ্ধা নিবেদন করেন৷ সব শেষে বকুল রায় উনার সাংঘটনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ওনার চির শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷