মায়ানমারের বাংলা ভাষাভাষী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমণ, পীড়ন, নির্র্যতন ও হত্যালীলার তীব্র প্রতিবাদ জানালেন আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়৷ তিনি বলেন, মায়ানমারের রাখাইন প্রদেশ প্রাচীন বাংলার অন্তর্গত৷ রোহিঙ্গা জনগোষ্ঠী ওখানকার আদি বাসিন্দা৷ বর্তমানে রাখাইন মায়ানমারের অন্তর্ভুক্ত৷ রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব মায়ানমার সরকারের৷ কিন্তু মায়ানমারের সেনারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের পরিবর্তে অকথ্য অত্যচার চালিয়ে আসছে৷ এই পরিস্থিতিতে দলে দলে তারা তাদের স্থায়ী বাসভূমি ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে৷ রাষ্ট্রসংঘ থেকেও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অত্যাচারের নিন্দা করা হয়েছে৷
এই পরিপ্রেক্ষিতে আমরা বাঙালী নেতা মায়ানমার সরকারের কাছে দাবী করছেন, রোহিঙ্গাদের ওপর অমানবিক আচরণ, দমন-পীড়ন, নির্র্যতন, হত্যালীলা অবিলম্বে বন্ধ করা হোক৷ যাঁরা দেশত্যাগ করে অন্যান্য দেশে শরণার্থী হয়েছে, তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে তাদের সমস্ত রকমের নিরাপত্তার ব্যবস্থা করা হোক৷