মায়ানমারে রোহিঙ্গা বাঙালী নির্র্যতনের প্রতিবাদে আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 মায়ানমারে যেভাবে  দীর্ঘদিন ধরে রোহিঙ্গা বাঙালীদের ওপর  নির্মম অত্যাচার ও দমন পীড়ন চলছে  তার বিরুদ্ধে   আমরা বাঙালী তীব্র প্রতিবাদ জানিয়ে গত ২২ সেপ্ঢেম্বর বিকেলে আমরা বাঙালীর পক্ষ থেকে  একটি প্রতিবাদ মিছিল বের করা হয়৷ মিছিল আমির আলি এভিনিউ হয়ে বালিগঞ্জ সারকুলার রোড ধরে  মায়ানমার কনসুলেটে পৌঁছোয়৷ সেখানে মায়ানমারের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ কনসাল জেনারেল মি.পি.সো মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদানকালে  উপস্থিত ছিলেন সচিব বকুল চন্দ্র রায়, সহসচিব তারাপদ বিশ্বাস, প্রকাশন সচিব রবীন্দ্রনাথ সেন, সাংঘটনিক  সচিব খুশিরঞ্জন মন্ডল , সদস্য সাগরিকা পাল ও স্বপন দে৷

এরপর উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারাপদ বিশ্বাস, বকুল চন্দ্র রায়খুশিরঞ্জন মন্ডল ও সুনীল চক্রবর্তী৷ তারা বলেন, মায়ানমারের  আরাকান ভুক্ত রাখাইন ও তৎসংলগ্ণ এলাকার বাসিন্দা রোহিঙ্গা বাঙালীদের উপর নিপীড়ন অত্যাচার, অগ্ণিসংযোগ, ধর্ষণ, তথা হত্যালীলার সংবাদে বাঙালী জাতি তথা মানবতাবাদী বিশ্ববাসী স্তম্ভিত৷ বিভিন্ন আন্তর্জাতিক  সংবাদ এজেন্সির সরবরাহ করা সংবাদ ও তথ্যচিত্র থেকে স্পষ্ট যে, রাখাইনের রোহিঙ্গা বাঙালীরা বর্তমান সময়ে  ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নির্র্যতন ও হত্যালীলার শিকার৷

ইতিহাস বলছে, রোহিঙ্গারা মায়ানমারে উড়ে এসে জুড়ে বসা কোনো জাতি নয়৷  আরাকান এলাকার আদিনিবাসী রোহিঙ্গা বাঙালী জনগোষ্ঠী৷  তারাই বেশ কয়েক শতাব্দি ধরে  আরাকানকে  বসবাস উপযোগী করে তুলেছে৷  ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের শুরুর পর্র্যয়ে  মায়ানমারে বহুদলীয়  গণতান্ত্রিক পার্র্লমেন্টে রোহিঙ্গা বাঙালীদের  প্রতিনিধিত্ব ছিল৷  বেশ কিছু পদস্থ অফিসার সে সময় সরকারী দায়িত্ব পালন করেছেন৷ ১৯৬২ সালে নে উইনের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটার পরই সামরিক জুন্টা রোহিঙ্গা বাঙালীদের  বিদেশী হিসাবে চিহ্ণিত করে ও নাগরিকত্ব কেড়ে নেয়৷ সেই থেকে শুরু হয় রোহিঙ্গাদের দুর্র্ভেগের  নতুন অধ্যায় ৷

সামরিক জুন্টা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে৷ ভোটাধিকার কেড়ে নেয়৷  ধর্মীয় দিক থেকেও অত্যাচার করা চলতে থাকে৷ হত্যা ধর্ষণ হয়ে ওঠে নিত্য নৈমিত্তিক ঘটনা৷ সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হয়, বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হতে থাকে৷ তাঁদের শিক্ষা স্বাস্থ্যসেবার সুযোগ নেই, বিয়ে করার অনুমতি নেই ৷ সন্তান হলে  নিবন্ধনের ব্যবস্থা নেই৷ জাতিগত পরিচয় প্রকাশ করতে দেওয়া হয় না৷ সংখ্যা বৃদ্ধি বন্ধ করতে আরোপিত হয় একের পর এক বিধি নিষেধ ৷  দীর্ঘ কয়েক শতাব্দী ধরে আরাকানে যাদের আদিনিবাস, তাঁদের উপর কেন শতাব্দীর ঘৃণ্যতম এ নিপীড়ন , নির্র্যতন , হত্যালীলাকী অপরাধে তাঁরা  সন্ত্রাসের বলিলক্ষ লক্ষ রোহিঙ্গা বাঙালীরা তাদের পুরুষানুক্রমিক ভিটামাটি ছেড়ে বাংলাদেশভারতবর্ষ, মালয়েশিয়া প্রভৃতি দেশে  উদ্বাস্তু হয়ে  ভীড় জমাচ্ছেন৷  ১৯৭৮ সালে প্রায় দুই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়৷ ১৯৮২ সালে আইন করে  রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয়৷  এমতবস্থায়  বাঙালী জাতির প্রতিভূ হয়ে আমরা বাঙালী দাবী জানায় রোহিঙ্গা বাঙালীদের  সার্বিক নির্র্যতন নিপীড়ন হত্যালীলা বন্ধ করে তাঁদের নাগরিক অধিকার প্রদান করে সুস্থ সামাজিক জীবন যাপন করার সুযোগ প্রদান করুক আরাকান সরকার৷