মডেল সায়র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশ্বব্যাপী জলসংকটের কথা ভেবে গুরুদেব  শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী  অনেক আগেই বলেছেন এর থেকে মুক্তি পেতে আশির দশকের শুরু থেকেই বনসৃজন ও বৃষ্টির জলকে ধরে রাখতে বিভিন্ন পরিকল্পনা দিয়েছেন৷ তিনি বলেছেন ছোট ছোট বাঁধ, পুকুর, সায়র খনন করে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে ও ব্যবহার করতে৷ আনন্দনগরে প্রত্যেকটি প্রকল্পের সঙ্গে দিয়েছেন সায়র৷ সায়রে জলের পরিমাণ (গ্যালন) অনুযায়ী  বিভিন্ন গাছ, জলজ  উদ্ভিদ লাগাতে বলেছেন৷ অর্থাৎ জলে লোমাloma) অথবা ওয়াপাWapa)-বিভিন্ন রঙের শালুক, পানিফল থাকবেই তার সঙ্গে পাড়ে থাকবে খেজুর, সুপারী, লেভেণ্ডার, ঔষধীয় লতা medicinal creeper),তাল, নারকেল, যুঁই-বেলি ফুল, গোলমরিচ ইত্যাদি৷ আনন্দনগরের বাঁশগড় আনন্দমার্গ ফার্ম হাউসে গুরুদেবের নির্দেশমতো দৃষ্টান্তমূলক করে গড়ে তুলতে একটি সায়রের সংস্কার কার্য শুরু হয়েছে৷