মদনপুরে অখন্ডকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ২রা সেপ্ঢেম্বর নদীয়া জেলায় মদনপুর, শান্তিনগরে  প্রয়াত  সুবোল বসু  ও শ্রীমতি বাসন্তী বসুর নিজ বাস ভবনে সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র াা নাম কেবলম অখন্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ বিভুকণা আচার্যা, ব্রহ্মচারিনী জয়তি, আচার্যা ও শ্রীমতী কাজল সরকার প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন শ্রীমতী কাজল সরকার৷

কীর্ত্তন মহিমা সম্পর্ক আলোকপাত করেন প্রবীণ আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য্য৷ প্রবীণ আনন্দমার্গী ডাঃ নিখিল দাস আনন্দমার্গের সাধনা সম্পর্কিত  আলোচনায় অংশগ্রহন করেন৷ ঝড়বৃষ্টি সহ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে দুরদুরান্ত থেকে বহু মানুষ কীর্ত্তনের মধুর সুরে আকৃষ্ট হয়ে  কীর্ত্তনাঙ্গনে উপস্থিত হন৷  কীর্ত্তন শেষে তাঁদের পুত্র মৃদুল বসু-পুত্রবধু শ্রীমতি লতা বসু উপস্থিত সকলকে  নারায়ণ সেবায় আপ্যায়িত করেন৷