সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
পি.আর.সরকার স্কলারশিপ পরীক্ষা মেদিনীপুর ডায়োসিসের অন্তর্গত মেদিনীপুর,ঘাটাল,শিলদা, গোয়ালতোড়, দীপা ও রঘুনাথবাড়ি আনন্দ মার্গ স্কুলে ১৭ই নভেম্বর, রবিবার সুসম্পন্ন হল৷ ছয়টি কেন্দ্রে মোট ২২৭জন পরীক্ষার্থী অংশ নেয়৷ ইংরেজি, বাংলা,অঙ্ক ও স্টুভলের উপর ১০০নম্বরের পরীক্ষা নেওয়া হয়৷ আনন্দ মার্গ গুরুকূল নির্ধারিত চতুর্থ শ্রেণীর সিলেবাসের উপর প্রশ্ণপত্র তৈরী করা হয়৷ ছাত্র ছাত্রা সহ অভিভাবকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এই পরীক্ষাকে কেন্দ্র করে৷ ডায়োসিস অফিস থেকে সুভাষ প্রকাশ পাল,অনিল মণ্ডল, অনন্ত গোস্বামী, চঞ্চল সিংহ রায়, রঞ্জিত কুমার ঘোষ, শুভাশীষ সাহু,বিশ্বদেব মুখোপাধ্যায়,অসীম কুমার পাল, মনোরঞ্জন মণ্ডল,আশিস রায় ও কমল সাধু ছয়টি কেন্দ্রে পরীক্ষা নিতে যান৷ পরীক্ষাকেন্দ্রগুলির দায়িত্বে ছিলেন সঞ্জিত বাগ, রতন সামন্ত, কৌশিক সাধু, সনাতন মাহাত, 41