মেদিনীপুরে অখণ্ড কীর্ত্তন ও বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ঃ গত ৪, ৫ জানুয়ারী মেদিনীপুরের কেরাণীটোলা আনন্দমার্গ আশ্রমে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড বাবানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গের মেদিনীপুরের ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যতীর্থানন্দের পরিচালনায় এই অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনান্তে মিলিত সাধনার পর ভক্তি ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত ও সেবা ধর্ম মিশনের ভুক্তিপ্রধান শ্রীরমেন্দ্র মাইতি

৫ই জানুয়ারী আনন্দমার্গের স্থানীয় ইয়ূনিটের পক্ষ থেকে পানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রাদের মধ্যে বই, খাতা, পেন্সিল প্রভৃতি বিতরণ করা হয়৷