মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিদ্যাপীঠ শিশু বিভাগে অনুষ্ঠিত হল ৫ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা ৬ই জুলাই, শনিবার৷ সকাল ৮টায় শুরু হয় প্রতিযোগিতা৷ সংস্থার সম্পাদক শিক্ষার্থীদের গল্প বলা,পাঠ করা ও শোনার উপর জোর দিতে বলেন৷ এতে তাদের কল্পনা শক্তি বাড়ার পাশাপাশি নতুন নতুন বিষয় সম্বন্ধেও তারা জানতে পারবে৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩২ জন শিক্ষার্থীকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়৷ শ্রী প্রভাত রঞ্জন সরকার এর ‘অনুনাসিকতা’ গল্পটি সুন্দর ভাবে তারা উপস্থাপিত করে৷ প্রতিযোগিতা শেষে অন্যতম বিচারক সুতপা দে পড়িয়া মহাশয়া গল্প টি নিজে বলে শোনান শিক্ষার্থীদের৷ সফল সেরা পাঁচ প্রতিযোগী হল--সুকৃতি বেরা, প্রীতম মাজী, সেক আয়ান, অঙ্কুশ চক্রবর্তী ও শুভঙ্কর নন্দী৷ সেরা পাঁচ সহ সকল প্রতিযোগীর হাতে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেন সুতপা দে পড়িয়া, কল্পনা গিরি, শুভাশীষ সাহু, সাহানি ম্যাডাম ও প্রধান শিক্ষিকা ব্রততী খাঁড়া মহাশয়া৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়