মেদিনীপুর শহরের অন্যতম নামী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ভগবতী শিশু শিক্ষায়তনে ২০ শে জুলাই, শনিবার অনুষ্ঠিত হল রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন পরিচালিত পঞ্চম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা৷ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মদন দেRAWA- র এই উদ্যোগ কে সাধুবাদ জানান৷ এই সংস্থার পক্ষে শ্রী বিশ্বদেব মুখোপাধ্যায় প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে ছাত্র ছাত্রাদের কিছু নির্দেশ দেওয়ার পর শুরু হয় মূল প্রতিযোগিতা৷ ৩৬ জন প্রতিযোগী মহান দার্শনিক শ্রীপ্রভাত রঞ্জন সরকার এর ‘অনুনাসিকতা’ গল্প টি সুন্দর ভাবে পরিবেশন করে৷ শ্রীমতী পাঞ্চালী চক্রবর্তী ও সায়রী অধিকারী বিচারক হিসেবে উপস্থিত থেকে যে সেরা পাঁচ প্রতিযোগীকে বেছে নেন তারা হল ---প্রতীম দে দালাল (১ম), সন্দীপ্তা দাস (২য়),শুভ পোড় (৩য়), সৌমিলি গাঙ্গুলী (৪থ) ও অনুস্মিতা পাল(৫ম)৷ প্রতিযোগিতা শেষে শ্রীমতী পাঞ্চালী চক্রবর্তী প্রতিযোগীদের উদ্দেশ্যে কিছু শিক্ষণীয় বিষয় বলেন,যা তাদের আবৃত্তি বা গল্প বলা প্রতিযোগিতায় ভবিষ্যতেও কাজে লাগবে৷ বিদ্যালয়ের সম্পাদক শ্রী অলোক কুমার দাসের সংক্ষিপ্ত বক্তব্যের পর সেরা পাঁচ সহ সকল প্রতিযোগীর হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়৷ পুরস্কার ও শংসাপত্র তুলে দেন শ্রীমতী পাঞ্চালী চক্রবর্তী, শ্রী অলোক কুমার দাস, শ্রী মদন দে,শ্রীমতী মৃন্ময়ী রায় ও সায়রী অধিকারী৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়