শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষপূর্ত্তি জন্মোৎসব পরমপূজনীয় পরমারাধ্য পরমগুরু আনন্দমার্গ প্রচারক সংঘের মহান স্থপতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষ পূর্ত্তির পূণ্য জন্মজয়ন্তী উৎসব গত ১৩ ও ১৪ নভেম্বর মেদিনীপুর ডায়োসিসের ঝাড়গ্রাম জেলার রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলে প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্ত্তন সমবেত ধ্যান, গুরুপূজা৷ ধর্ম-দর্শন আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধ্যান, গুরুপূজা অনুষ্ঠিত হয়৷ ধর্মদর্শন আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্নভাবে ---ভক্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হল৷
১৩ই নভেম্বর ভোর ৫টা হতে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল পাঞ্চজন্য, প্রভাত সঙ্গীত অখণ্ডকীর্ত্তন ধর্র্মলোচনা, সমবেত ধ্যান, গুরুপূজা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা৷ সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জীবনী ও আদর্শ নিয়ে রচনা ও বত্তৃণতা ও প্রভাত সঙ্গীত অবলম্বনে, নৃত্য, গীত, অঙ্কন ও আবৃত্তি অনুষ্ঠিত হয়৷ ধর্মালোচনা করেন আচার্য বিকাশানন্দ অবধূত৷ ১৪ই নভেম্বর সকাল বেলায় পাঞ্চজন্য প্রভাত সঙ্গীত মিলিত সাধনার পর যোগাসন প্রশিক্ষণ দেন আচার্য ---শুভধ্যানানন্দ অবধূত ও যোগ সাধনা ও সম্পর্কে বক্তব্য রাখেন--- আচার্য কাশীশ্বরানন্দ অবধূত দুপুরে সমবেত ধ্যান গুরুপূজা, দর্শন আলোচনার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দমূর্ত্তিজীর দর্শন, শিক্ষা নব সমাজ ঘটন ও বহুমুখী সেবা প্রকল্প নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও শ্রী সুভাষপ্রকাশ পাল মহাশয়
মেদিনীপুর ডায়োসিসের বিভিন্ন জেলা সহ-পঃবঙ্গের বিভিন্ন জেলা হতে বহু আনন্দমার্গী শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর এই শতবর্ষপূর্ত্তি জন্মোৎসবে যোগদান করেন৷ যাদের অক্লান্ত পরিশ্রম সুনিপুন পরিকল্পনায় সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছিল তাঁরা হলেন আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য কল্পনাথানন্দ অবধূত, ডি.এস.আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, আর শুভধ্যানানন্দ অবধূত আঃ সেবাব্রতানন্দ অবধূত ও স্থানীয় মার্গীর ভ্রাতা-ভগ্ণীবৃন্দ৷