মেদিনীপুরে ভক্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হল শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষপূর্ত্তি জন্মোৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষপূর্ত্তি জন্মোৎসব পরমপূজনীয় পরমারাধ্য পরমগুরু আনন্দমার্গ প্রচারক সংঘের মহান স্থপতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষ পূর্ত্তির পূণ্য জন্মজয়ন্তী উৎসব গত ১৩ ও ১৪ নভেম্বর মেদিনীপুর ডায়োসিসের ঝাড়গ্রাম জেলার  রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলে প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্ত্তন সমবেত ধ্যান, গুরুপূজা৷ ধর্ম-দর্শন আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধ্যান, গুরুপূজা অনুষ্ঠিত হয়৷ ধর্মদর্শন আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্নভাবে ---ভক্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হল৷

১৩ই নভেম্বর ভোর ৫টা হতে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল পাঞ্চজন্য, প্রভাত সঙ্গীত অখণ্ডকীর্ত্তন ধর্র্মলোচনা, সমবেত ধ্যান, গুরুপূজা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা৷ সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জীবনী ও আদর্শ নিয়ে রচনা ও বত্তৃণতা ও প্রভাত সঙ্গীত অবলম্বনে, নৃত্য, গীত, অঙ্কন ও আবৃত্তি অনুষ্ঠিত হয়৷ ধর্মালোচনা করেন আচার্য বিকাশানন্দ অবধূত৷ ১৪ই নভেম্বর সকাল বেলায় পাঞ্চজন্য প্রভাত সঙ্গীত মিলিত সাধনার পর যোগাসন প্রশিক্ষণ দেন আচার্য ---শুভধ্যানানন্দ অবধূত ও যোগ সাধনা ও সম্পর্কে বক্তব্য রাখেন--- আচার্য কাশীশ্বরানন্দ অবধূত দুপুরে সমবেত ধ্যান গুরুপূজা, দর্শন আলোচনার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দমূর্ত্তিজীর দর্শন, শিক্ষা নব সমাজ ঘটন ও বহুমুখী সেবা প্রকল্প নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও শ্রী সুভাষপ্রকাশ পাল মহাশয়

মেদিনীপুর ডায়োসিসের বিভিন্ন জেলা সহ-পঃবঙ্গের বিভিন্ন জেলা হতে বহু আনন্দমার্গী শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর এই শতবর্ষপূর্ত্তি জন্মোৎসবে যোগদান করেন৷ যাদের অক্লান্ত পরিশ্রম সুনিপুন পরিকল্পনায় সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছিল তাঁরা হলেন আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য কল্পনাথানন্দ অবধূত, ডি.এস.আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, আর শুভধ্যানানন্দ অবধূত আঃ সেবাব্রতানন্দ অবধূত ও স্থানীয় মার্গীর ভ্রাতা-ভগ্ণীবৃন্দ৷