গত ৭ই অক্টোবর,২৩ ‘ডাব পাবলিক সুকলে, মেদিনীপুরে রেণেশাঁ আর্টিস্টস এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থ বর্ষ প্রারম্ভিক পর্যায়ের গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বিদ্যালয়ের অধ্যক্ষ মিঃ বিসওয়াল ছোটবেলায় গল্প শোণার প্রয়োজনীয়তা বিষয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ বিচারকগণের মধ্যে শুভদীপ বসু রাওয়ার এই উদ্যোগের প্রশংসা করেন৷ সংস্থার সম্পাদক গল্প বলা প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলেন৷ বিচারক হিসেবে শুভদীপ বসু ছাড়াও পাঞ্চালী চক্রবর্তী ও কল্পনা গিরি উপস্থিত ছিলেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সোমা চট্টরাজ মহাশয়া৷ ৪২জন প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে মোহক মাইতি, অদ্রিজা মুখার্জি ও স্নেহা মৈনান৷ সবশেষে দুটি আমলকী গাছের চারা লাগানো হয় বিদ্যালয়ের অধ্যক্ষের উপস্থিতিতে৷