মেদিনীপুরে মার্গগুরুদেবের জন্মোৎসব উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ১০৩ তম শুভ জন্মোৎসব নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় ২৩ শে মে, বৃহস্পতিবার শহরের কেরানীটোলায় অবস্থিত আনন্দমার্গ জাগৃতিতে৷ অনুষ্ঠান শুরু হয় ভোর ৫টায় পাঞ্চজন্যের মধ্য দিয়ে৷ সকাল ৬টা ৭ মিনিটে জন্ম মূহুর্তে শঙ্খধবনি, উলুধবনি ও জয়ধবনি দেওয়া হয়৷ জন্মদিনের প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা৷ এছাড়াও প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অপর্ণা দত্ত, মমতা পাল ও ধৃতি পাল৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান এর পরে বাংলা, ইংরেজি, হিন্দি ও সংস্কৃতে আনন্দ বাণী পাঠ করেন পুষ্প ঘোষ,বিশ্ব দেব মুখোপাধ্যায়, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও যূথিকা চন্দ্র৷ বাবার সম্বন্ধে বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরেন অসিত কুমার দত্ত, শঙ্কর কুণ্ডু, রঞ্জিত ঘোষ, পারুল সাধু, অপর্ণা দত্ত,ইলা রাণী পাত্র প্রমুখ প্রবীন মার্গীগণ৷ তিন ঘণ্টাব্যাপী বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হয় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত৷ শ্রী শ্রীআনন্দমূর্ত্তিজীকে কেন জগৎগুরু বলা হয় ও প্রকৃত সনাতন ধর্ম বলতে কী বোঝায় তা সুন্দরভাবে উপস্থাপন করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান এর পরে৷ এছাড়াও রাওয়ার উদ্যোগে তাড়া বাঁধা ছড়া গ্রন্থ থেকে নেওয়া জীব ঈশ্বরের সৃষ্টি ছড়াটির উপর ছড়া বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়৷ দুপুরে মিলিত আহারে অংশগ্রহণ করেন প্রায় ৩৫০ জন মানুষ৷