মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর ১০৩ তম শুভ জন্মোৎসব নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় ২৩ শে মে, বৃহস্পতিবার শহরের কেরানীটোলায় অবস্থিত আনন্দমার্গ জাগৃতিতে৷ অনুষ্ঠান শুরু হয় ভোর ৫টায় পাঞ্চজন্যের মধ্য দিয়ে৷ সকাল ৬টা ৭ মিনিটে জন্ম মূহুর্তে শঙ্খধবনি, উলুধবনি ও জয়ধবনি দেওয়া হয়৷ জন্মদিনের প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা৷ এছাড়াও প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অপর্ণা দত্ত, মমতা পাল ও ধৃতি পাল৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান এর পরে বাংলা, ইংরেজি, হিন্দি ও সংস্কৃতে আনন্দ বাণী পাঠ করেন পুষ্প ঘোষ,বিশ্ব দেব মুখোপাধ্যায়, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও যূথিকা চন্দ্র৷ বাবার সম্বন্ধে বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরেন অসিত কুমার দত্ত, শঙ্কর কুণ্ডু, রঞ্জিত ঘোষ, পারুল সাধু, অপর্ণা দত্ত,ইলা রাণী পাত্র প্রমুখ প্রবীন মার্গীগণ৷ তিন ঘণ্টাব্যাপী বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হয় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত৷ শ্রী শ্রীআনন্দমূর্ত্তিজীকে কেন জগৎগুরু বলা হয় ও প্রকৃত সনাতন ধর্ম বলতে কী বোঝায় তা সুন্দরভাবে উপস্থাপন করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান এর পরে৷ এছাড়াও রাওয়ার উদ্যোগে তাড়া বাঁধা ছড়া গ্রন্থ থেকে নেওয়া জীব ঈশ্বরের সৃষ্টি ছড়াটির উপর ছড়া বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়৷ দুপুরে মিলিত আহারে অংশগ্রহণ করেন প্রায় ৩৫০ জন মানুষ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়