গত ১৬ই জুলাই সন্ধ্যা ৬টায় মেদিনীপুর শহরে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে রেণেসাঁ ইয়ূনিবার্সেল ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই আলোচনা সভায় পৌরহিত্য করেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীন সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ গুয়াহাটি আই.আই.টির অধ্যাপক ডঃ শুভেন্দু শেখর বাগ মহাশয়ের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আলোচনা সভায় স্বাগত ভাষন দেন শ্রীসিত দত্ত মহাশয়৷ বিশিষ্ট অতিথি শ্রীরঞ্জিত ঘোষ মহাশয় আনন্দমূর্ত্তিজী প্রবর্তিত আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন৷ ডঃ শুভেন্দু বাগ মহাশয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বৈজ্ঞানিক আবিষ্কার মাক্রোবাইটাম তত্ত্ব দিয়ে মনোজ্ঞ আলোচনা করেন৷ অনুষ্ঠানের সভাপতি আচার্য কাশীশ্বরানন্দ অবধূত শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বহুমুখী অবদান সম্পর্কে বক্তব্য রাখেন৷ তিনি বলেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ছিলেন ধর্মগুরু,যোগগুরু, দর্শনগুরু, সঙ্গীত গুরু,শিক্ষা গুরু ও সমাজগুরু একাধারে সব কিছু৷ মানব সমাজের সর্বাত্মক কল্যাণই ছিল তার মহান ব্রত৷ আনন্দনগর উমানিবাসের ছাত্রাবৃন্দ প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য নাট্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্দ করে৷ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সৌমিত্র পাল মহাশয়৷ মেদিনীপুর রেনেশাঁ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীবিশ্বদেব মুখোপাধ্যায় মহাশয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়