মেদিনীপুরে RAWA উদ্যোগে ১মবর্ষ ছড়া বলা প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার এর ১০৩ তম শুভ জন্মোৎসব উপলক্ষ্যে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল’ ছড়া বলা প্রতিযোগিতা৷ শহরের কেরানীটোলায় অবস্থিত আনন্দমার্গ স্কুলে সকাল সাড়ে আটটায় শুরু হয় প্রথম বর্ষ ছড়া বলা প্রতিযোগিতা৷ শ্রী প্রভাত রঞ্জন সরকারের ‘তাড়া বাঁধা ছড়া’ গ্রন্থ থেকে নেওয়া ‘জীব ঈশ্বরের সৃষ্টি’ ছড়াটির উপর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৫১ জন শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ শ্রী প্রভাতরঞ্জন সরকার এর প্রতিকৃতিতে মাল্যদান ও অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ বিচারকগণের বিচারে সেরা পনের জন প্রতিযোগী হল সমৃদ্ধি মাতববর, সুপ্রভা পট্টনায়ক,ঐশী নায়েক, আরাধ্যা আচার্যা,ঐশানী সিং,আদিত্রী সাউ,অদ্রিজা বিশই,অরিত্রি ঘোষ,প্রতীম দে দালাল, অয়ন্তিকা মাজী, আদ্রিতা দে, শুভজিৎ ঘর, অঙ্কুশ জানা, অভীপ্সা চৌধুরী,যাঈমা আরেফিন৷ সকল অংশগ্রহণকারীকেই শংসাপত্র, পুরস্কার সহ গাছের চারা প্রদান করা হয়৷ রাওয়ার কর্তৃপক্ষ ছাড়াও বিচারকগণ সকল প্রতিযোগীর হাতে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেন