মেঘালয়ে বাঙালী হত্যা চলছেই নির্বিকার রাজ্য ও কেন্দ্র সরকার ক্ষুব্ধ আমরা বাঙালী দায়ী করলো খাসি ছাত্র সংস্থাকে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেঘালয়ে আবার বাঙালী খুন৷ গত  ১০ই এপ্রিল শিলং-এর মাওলাইতে একদল দুষৃকতি বাঙালী শ্রমিকদের উপর হামলা করে মারাত্মক অস্ত্র নিয়ে৷ দুষৃকতিদের আক্রমণে তিনজন শ্রমিক গুরুতর আহত হয়৷ তাদের মধ্যে  অর্জুন রায় নামের ৫২ বছর বয়সি এক শ্রমিক হাসপাতালে মারা যায়৷ কয়েকদিন আগেই মেঘালয়ের খাসি ছাত্র সংস্থার সিএএ বিরোধী এক মিছিলের পর এক বাঙালীকে খুন করে৷ এর প্রতিবাদে ২রা এপ্রিল আমরা বাঙালী সংস্থা কলিকাতায় মেঘালয় ভবনে এক স্মারকপত্র দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে দুষৃকতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও খাসি ছাত্র সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবী জানায়৷ কিন্তু সরকার নির্বিকার৷ তাই দুষৃকতিরা আবার এই নির্মম হত্যাকাণ্ড ঘটাতে  সাহস পেল৷

আমরা বাঙালীর কেন্দ্রীয় যুব সচিব তপোময় বিশ্বাস শিলিগুড়িতে দলীয় প্রার্থীর প্রচার সভায় বলেন এই হত্যা কাণ্ডে খাসি ছাত্র সংস্থা জড়িত৷ সরকার যদি কোন ব্যবস্থা না নেয়, দুষৃকতিদের অবিলম্বে গ্রেপ্তার করে খাসি ছাত্র সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা না করলে আমরা বাঙালী পথে নামতে বাধ্য হবে৷ শ্রী বিশ্বাস হুমকির সুরে বলেন দীর্ঘদিন ধরেই মেঘালয় সহ সমস্ত উত্তরপূর্বাঞ্চলে বাঙালীদের উপর অত্যাচার চলছে, সরকার যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, আমরা বাঙালী সংঘটনই ব্যবস্থা নেবে৷