মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত শিমলা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ওয়েনাড়ের বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ এরই মধ্যে ফের প্রকৃতির রুদ্ররূপ হিমাচল প্রদেশে৷ হিমাচলের একাধিক এলাকা মেঘ ভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ চালাচ্ছে৷ মান্ডির থালতুখড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত বহু মানুষ নিখোঁজ বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে৷ সংবাদ সংস্থা এ এন আইকে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন৷ শিমলা জেলার রামপুরের কাছে সামেজখড় এলাকাতেও মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ হয়েছে অনেকে৷ তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে৷ এই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷ তবে প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রে খবর, গত বুধবার গভীর রাতে কুলুতে একটি বাড়ি ভেঙে পার্বতী নদীর জলে ভেসে গিয়েছে৷ হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ গত বৃহস্পতিবার কিন্নর, লাহুল ও স্পিতি ছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ শিমলা, কুলু, সোলান, সিরমোর ও কিন্নর জেলায় হড়পা বান ও ধস নামার সম্ভাবনার বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া দফতর৷ ভোরের মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলের শিমলা, মান্ডি-সহ একাধিক অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে৷