গত ১০ই অক্টোবর কলকাতার পার্কস্ট্রিটস্থিত মেট্রোরেল ভবনে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে কলকাতার মেট্রোয় বাংলায় পরীক্ষা, পরিষেবা ও ১০০ শতাংশ বাঙালী নিয়োগের দাবীতে বিকেল ৩টের সময় মেট্রোকর্ত্তৃপক্ষের হাতে স্মারকলিপি প্রদান করা হয়৷ মেট্রোরেল ভবনের সামনেই এইদিন বেলা ৪টে থেকে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷
এই অনুষ্ঠানে ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব, সাংঘটনিক সচিব, যুব সচিব, বাঙালী মহিলা সচিব, সাংসৃকতিক সচিব, দক্ষিণ ২৪পরগণার, উত্তর ২৪পরগণার ও কলকাতার জেলাসচিবগণ উপস্থিত ছিলেন৷ কলকাতা সহ অন্যান্য জেলার বেশকিছু সদস্য সদস্যাও এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন৷
বিক্ষোভ সভায় বক্তব্যে বক্তাগণ বাঙলার বুকে অবাঙালীদের চাকুরীতে অবাধ অনুপ্রবেশ,বাঙালী যুবক যুবতীদের কর্মসংস্থানের সংকোচন ও বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের প্রতি অবহেলার মনোভাবের বিরুদ্ধে সরব হন ও প্রতিকারের দাবীতে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেন৷