মেয়েদের টাইকাণ্ডো পরীক্ষা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ শিশুসদন ও গ্রামের মেয়েদের আত্মসুরক্ষা ও আত্মবল অর্জন, সরকারী-বেসরকারী ও সুরক্ষা বিভাগে কর্ম সুযোগের লক্ষ্যে গত বছর ১১ই মার্চ’ ২৩ আনন্দমার্গ মহিলা কলেজ ক্যাম্পাসে অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা সপ্তাহে শণি ও রবিবার দুইদিন নিয়মিত টাইকাণ্ডো অনুশীলন করা হয়ে আসছে৷ পরিচালনায় রয়েছেন অবধূতিকা আনন্দ তপঃশিলা আচার্য৷ গত ১৬ই মার্চ’২৪ পরীক্ষার মাধ্যমে সকলে ‘ইয়েলো বেল্টে’ উন্নীত হয়েছে৷