মহান দার্শনিক ও ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্ম শতবর্ষের আলোকে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মহান দার্শনিক ও ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্ম শতবর্ষ উপলক্ষ্যে গত ২৮,২৯,৩০শে জানুয়ারী কলিকাতা সার্কেলে বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, টাটানগর ও রায়গঞ্জ ডায়োসিসে সেমিনার অনুষ্ঠিত হয়৷

২০২২ বিপুল উৎসাহের সঙ্গে প্রায় ৭০-৮০ জন আনন্দমার্গীর উপস্থিতিতে কৃষ্ণনগর মোমিন পার্কে অবস্থিত আনন্দমার্গ জাগৃতি ভবনে কৃষ্ণনগর ডায়েসিস সেমিনার অনুষ্ঠিত হয়৷ উক্ত সেমিনারে প্রধান প্রশিক্ষক ছিলেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী  আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রভাতসঙ্গীতজ্ঞা ও সেন্ট্রাল উইমেনস ওয়েল ফেয়ার ডিপার্টমেন্টের অফিস সেক্রেটারী অবধূতিকা আনন্দভীষা আচার্যা ও সহকারী প্রশিক্ষক আনন্দমার্গের অন্যতম সন্ন্যাসী তথা প্রগতিশীল উপযোগ তত্ত্ব প্রাউটের মুখপত্র ‘নোতুন পৃথিবী’ পত্রিকার সম্পাদক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন সেবা-ধর্ম-মিশনের গ্লোবাল সেক্রেটারী আচার্য বোধিসত্তানন্দ অবধূত ও গার্লস্‌ প্রাউটিষ্ট এর প্রধানা অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা প্রমুখ৷

গত ২৮শে জানুয়ারী শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম’’ অখণ্ড কীর্ত্তনের মধ্যে দিয়ে ত্রিদিবসীয় সেমিনারের সূচনা হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ অভিধ্যানা আচার্যা, অনুপ্রিয়া দেব, প্রিয়া দেব, তাপসী মুখোপাধ্যায় প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজাৃ স্বাধ্যায়ের মধ্যে দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়৷

সেমিনারের দ্বিতীয়পর্বে সন্মানীয় অতিথিবৃন্দ আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, আচার্য বোধিসত্তানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা ও নদীয়া জেলার ভুক্তিপ্রধান শ্রী অনিল চন্দ্র বিশ্বাস প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে আসন গ্রহন করেন৷ অতিথিবৃন্দ  শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন৷ এরপর সন্মানীয় অতিথিবর্গদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়৷ এরপর অতিথিবৃন্দ ‘‘সেমিনারের উপযোগিতা’’ বিষয়ে মূল্যবান আলোচনা করেন৷ বেলা তিনটে থেকে মূল অনুষ্ঠান সেমিনার ক্লাস শুরু হয়৷ ৩০শে জানুয়ারী পর্যন্ত একটি সুনির্দিষ্ট সময় সূচী অনুসারে সেমিনার চলতে থাকে৷ আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত দাদার (১) ‘সাধনা, অভিধ্যান ও কীর্ত্তন’ (২) প্রকৃত গুরু কে (৩) সভ্যতা বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি...বিষয়গুলির ওপর মূল্যবান ও তথ্য সমৃদ্ধ আলোচনায় উপস্থিত সকলে সমৃদ্ধ হয়েছেন (৪) ন্যুনতম প্রয়োজন ও সর্বাধিক সুখ-সুবিধা বিষয়ের ওপর মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি এ বিষয়ে আলোচনা করতে গিয়ে করোনার কালে লকডাউনে বিশ্ব অর্থনীতিতে কিভাবে বিশ্বের বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিক সামাজিক অবক্ষয়ের তলানিতে পৌঁছেছে আর পাশাপাশি ধনীক শ্রেণীর কি বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে তার চিত্রতুলে ধরেছেন৷ সেমিনারে উপস্থিত ছিলেন প্রবীন আনন্দমার্গী বিশিষ্ট শিক্ষাব্রতী শ্রী দেবাশিস মণ্ডল,অবধূতিকা আনন্দ তপারতী আচার্যা, অবধূতিকা আনন্দ দীপাঞ্জনা আচার্যা, আচার্য বাণীব্রত ব্রহ্মচারী, আচার্য বিশোত্তরানন্দ অবধূত৷ অভ্যর্থনায় ছিলেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রী মনোরঞ্জন বিশ্বাস ও শ্রীআনন্দ মণ্ডল৷ সহযোগিতায় সর্বশ্রী সুভাষ সরকার, দিব্যেন্দু চৌধুরী, সুখেন বিশ্বাস, সুব্রত দাস, আনন্দ বিশ্বাস ও কৃষ্ণনগর শিশু সদনের বোনেরা ছাড়া আরও অনেকে৷ প্রতিদিন পাঞ্চজন্য আসন ভজন, কীর্ত্তন মিলিত সাধনা, নগরকীর্ত্তনে অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে৷ সেমিনারে ওভার অল ইনচার্জ ছিলেন কৃষ্ণনগর ডি.এস আচার্য শান্তশুভানন্দ অবধূত , ভুক্তিপ্রধান শ্রী অনিল বিশ্বাস ও শ্রী প্রশান্ত দত্ত৷

মেদিনীপুরে সেমিনার অনুষ্ঠিত হয় পূর্বমেদিনীপুর জেলার রঘুনাথ বাড়ী আনন্দমার্গ স্কুলে৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য রবিশানন্দ অবধূত৷ বর্ধমান ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় বোরহাট আনন্দমার্গ স্কুলে৷  প্রশিক্ষক ছিলেন আচার্য তন্ময়ানন্দ অবধূত ও আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত৷ টাটানগর ও রায়গঞ্জ ডায়োসিসের সেমিনারও ২৮,২৯,৩০শে জানুয়ারী অনুষ্ঠিত হয়৷ টাটানগরে আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত ও রায়গঞ্জে আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত প্রশিক্ষক ছিলেন৷