মহানগরী দিল্লীতে প্রভাত সঙ্গীত অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১০ সেপ্ঢেম্বর দিল্লী রাওয়া কমিটির উদ্যোগে চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য-গীত-অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ সফল প্রতিযোগীদের পুরসৃকতও করা হয়৷

১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর ঝাড়খণ্ডের দেওঘরে প্রথম সঙ্গীত রচনা করেন ‘বন্ধু হে নিয়ে চলো’ গানটি দিয়ে৷ আট বছরে তিনি মোট ৫,০১৮টি গান রচনা করে ও তাতে সুর সংযোজনাও করেন৷ এই সঙ্গীত সম্ভারকে প্রভাত সঙ্গীত বলা হয়৷

প্রতি বছর ১৪ই সেপ্ঢেম্বর বিশ্বের আনন্দমার্গ কেন্দ্রগুলিতে জাঁকজমক সহকারে দিনটি পালিত হয়৷ গত ১৪ সেপ্ঢেম্বর গাজিয়াবাদে প্রভাত সঙ্গীত দিবস পালিত হয়৷ ১৫ই সেপ্ঢেম্বর ফরিদাবাদে প্রভাত সঙ্গীত অবলম্বনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ বিভাংশু মাইতি, আনন্দভূষণ দেবনাথ, তপন বিশ্বাস, জয়স্মিতা বিশ্বাস, হরি বিশ্বাস, কৃষ্ণাংশু মাইতি, আঁচল পাণ্ডে, প্রণব কৌল, সুন্দরম চউধুরীর উদ্যোগে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷